Notice :
আমাদের নিউজ সাইট এ আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দিন আর প্রতিষ্ঠান কে পরিচিত করে তুলুন বিশ্বব্যাপি।
আমি পরকালে একদমই বিশ্বাস করি না: সাফা কবির

আমি পরকালে একদমই বিশ্বাস করি না: সাফা কবির

নিজেস্ব প্রতিনিধিঃ বর্তমানে বাংলাদেশে বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ সাফা কবির। ছোটপর্দায় বিভিন্ন নাটকে অভিনয় করায় সর্বস্তরে মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। এসময়ের মিডিয়া জগতে জশ-খ্যাতি থাকায় প্রায়ই তাকে নিয়ে আলোচনা হয়।

কিন্তু এবার আলোচনা নয় বরং সমালোচনার মাধ্যমেই ভক্তদের মাঝে আলোচনায় এসেছেন ছোটপর্দার নায়িকা সাফা কবির।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের একটি বেসকারকারি রেডিও স্টেশনে অতিথি হিসেবে আমন্ত্রিত হন সাফা কবির এবং একপর্যায়ে তিনি যখন ভক্তদের কমেন্ট পড়তে থাকেন তখন তাকে তার একজন ভক্ত জিজ্ঞেস করেন যে সে পরকালে বিশ্বাস করেন কিনা,করলে তো চলাফেরা এমন হতো না?
। যদিও তিনি মুসলমান ঘরের সন্তান। আর এ নিয়েই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
তবে এমন অনাকাঙ্ক্ষিত প্রশ্ন উপস্থাপিকা এড়িয়া যাওয়ার চেষ্টা করলেও সাফা কবির সেই প্রশ্নের জবাব খুব স্বাভাবিকভাবেই দেন আর এটা নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।
এমন প্রশ্নের উত্তরে সাফা কবির বলেন, ‘আমি পরকালে একদমই বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আমি যেটা দেখিনা। সেটা কখনো বিশ্বাস করিনা।

jrmnew. Com

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

ফটো গ্যালারি

CLICK HERE FOR ADVERTISE এখানে বিজ্ঞাপন দিন Order Now: +9609648647
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯