নিজেস্ব প্রতিনিধিঃ বর্তমানে বাংলাদেশে বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ সাফা কবির। ছোটপর্দায় বিভিন্ন নাটকে অভিনয় করায় সর্বস্তরে মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। এসময়ের মিডিয়া জগতে জশ-খ্যাতি থাকায় প্রায়ই তাকে নিয়ে আলোচনা হয়।
কিন্তু এবার আলোচনা নয় বরং সমালোচনার মাধ্যমেই ভক্তদের মাঝে আলোচনায় এসেছেন ছোটপর্দার নায়িকা সাফা কবির।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের একটি বেসকারকারি রেডিও স্টেশনে অতিথি হিসেবে আমন্ত্রিত হন সাফা কবির এবং একপর্যায়ে তিনি যখন ভক্তদের কমেন্ট পড়তে থাকেন তখন তাকে তার একজন ভক্ত জিজ্ঞেস করেন যে সে পরকালে বিশ্বাস করেন কিনা,করলে তো চলাফেরা এমন হতো না?
। যদিও তিনি মুসলমান ঘরের সন্তান। আর এ নিয়েই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
তবে এমন অনাকাঙ্ক্ষিত প্রশ্ন উপস্থাপিকা এড়িয়া যাওয়ার চেষ্টা করলেও সাফা কবির সেই প্রশ্নের জবাব খুব স্বাভাবিকভাবেই দেন আর এটা নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।
এমন প্রশ্নের উত্তরে সাফা কবির বলেন, ‘আমি পরকালে একদমই বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আমি যেটা দেখিনা। সেটা কখনো বিশ্বাস করিনা।
jrmnew. Com