ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়া অনলাইন উদ্যোক্তা পরিবারের উদ্যোগে সেরা মর্ডারেটর হিসাবে নির্বাচিত হন রোকসানা টুম্পা ও অাদ্রি অাহম্মেদ। অাজ সোমবার পুরস্কার তুলে দেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া অনলাইন উদ্যোক্তা পরিবারের এডমিন শরিফুল ইসলাম।
সার্বিক দায়িত্বে ছিলেন, কুষ্টিয়া অনলাইন উদ্যোক্তা পরিবারের ক্রিয়েটর ও এডমিন জীবন রহমান মহন।
জীবন রহমান মহন বলেন- ভাল কাজের মূল্যায়ন কুউপ সব সময় করে। প্যানেলের সবাই দায়িত্ব নিয়ে কাজ করেন তার মধ্যে রোকসানা টুম্পা ও অদ্রি আহমেদ সেরা নির্বাচিত হয়েছেন।
এডমিন- সদৃশ্য সুলতান বলেন- রাত দিন অক্লান্ত পরিশ্রম করেন এডমিন প্যানেল। তার মধ্যে প্রতি মাসে আমরা দুই জন কে সেরা নির্বাচিত করবো। এতে কাজের প্রতি আগ্রহ অনেক উজ্জীবিত হবে বলে আশা করি।
এডমিন নিলুফা ইয়াসমিন বলেন- আমরা সব সময় চেষ্টা করি সেরা কিছু করার। এই জন্য আমাদের প্রয়োজন সেরা কিছু মানুষ যারা সর্বদা কাজ কে ভালবাসে। বাকিরাও সুন্দর ভাবে কাজ করে আরও সুন্দর ভাবে কাজ করে আগামীতে সেরা হতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে।
এডমিন শরিফুল ইসলাম বলেন- আগামীতেও আমরা এক মাস পর পর এই সেরা পুরুস্কার প্রদান করবো। তাই সকল মডারেটর কে সুন্দর ও দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানাচ্ছি
এছাড়াও কুউপ সেরা উদ্যোক্তা, সেরা বিক্রেতা, সেরা ইনভাইটেশন এমন পুরুস্কার সকাল সদস্যদের জন্য সব সময় নিয়মিত করা আছে।