ভেড়ামারা প্রতিনিধি: জাকজমক আর টানটান উত্তেজনায় শেষ হয়ে গেলো গ্রীন লাইফ ক্লিনিক-এর সৌজন্যে কুউপ গ্রুপ ফটো কনটেস্ট-২০২০
ফাইনাল বিজয়ী হয়েছেন- সুমাইয়া জান্নাত, বুমবুম সুইট ও শিমুল খান।
১৭৩৫ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন- কুউপের সদস্য সুমাইয়া জান্নাত এবং ৯৮৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন- বুমবুম সুইট।
কুউপ ফটো কনটেস্ট সম্পূর্ণ ভাবে স্পনসর করেছেন- ভেড়ামারা উপজেলার সুনামধন্য ও সেবা বন্ধন গ্রীন লাইফ ক্লিনিক।
গ্রীন ক্লিনিকের স্বত্বাধিকারীরা মোঃ সজল আহমেদ তিন জন বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দিবেন।
তিনি বলেন- সেবা বান্ধব গ্রীন লাইফ ক্লিনিক সব সময় বিভিন্ন সামাজিক মূলক কাজে পাশে আছে এবং থাকবে।
কুউপ ক্রিয়েটর মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মহন বলেন-কুউপের উদ্যোক্তা ও সদস্যদের জন্য মাঝে মাঝে বিনোদন দিতে বিভিন্ন কনটেস্ট ব্যবস্থা থাকবে। আমি চাই কুউপ পরিবার সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাক।