অধ্যাপক ডাঃ মুসতানজীদ (লোটাস) আহবায়ক এবং অধ্যাপক ডঃ সেলিম তোহা সদস্য সচিব
এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদী :: ভবিষ্যত প্রজন্মের জন্য আধুনিক ও নিরাপদ কুষ্টিয়া গড়ার লক্ষ্যে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনের বাইরে বিভিন্ন শ্রেনী–পেশার মানুষের সাথে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম–সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর–৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি প্রয়োজন সামাজিক ও নাগরিক পরামর্শ। কুষ্টিয়া জেলায় জন্ম নেওয়া জাতীয় পর্যায়ের নেতা ছাড়াও রয়েছেন দেশের সেরা শিল্পপতি, সচিব, সশস্ত্র বাহিনীতে কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার, শিক্ষাবিদ, সংস্কৃতি কর্মী, ডাক্তার, দেশসেরা ইঞ্জিনিয়ার ও অন্যান্য নেতৃবৃন্দ। আধুনিক কুষ্টিয়া গড়ে তোলার লক্ষে সবার সুচিন্তিত মতামত, নির্দেশনা ও চিন্তাধারার প্রতিফলন ঘটানোর জন্য হানিফ ভায়ের দুরদর্শি চিন্তার আলোকে গঠন করলেন নাগরিক সমাজ। কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, সনামধন্য চিকিৎসক হিসেবে সর্বোজন পরিচিত ডাঃ এস এম মুসতানজিদ সাহেবকে আহবায়ক ও সমাজ ও রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ পদে অলংকৃত করা ব্যক্তিদের ভেতর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর, সাবেক ট্রেজারার ও বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী ড. সেলিম তোহা স্যারকে নাগরিক কমিটির সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন। দুইজনই সফল শিক্ষক, সফল প্রশাসক ও দেশের প্রথিতযশা মানবাধিকার প্রতিষ্ঠায় শিক্ষাজীবন ও কর্মজীবনে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে নেতৃত্ব দিয়েছিলেন । কুষ্টিয়ার বুকে সহস্র গুনী, কৃতি ব্যক্তিদের ভেতর থেকে উনাদেরকে এই দায়িত্ব দেওয়ায় প্রিয় নেতা মাহবুবুউল আলম হানিফ ভাইকে ধন্যবাদ জানায় যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানোর জন্য। আধুনিক কুষ্টিয়া গড়ে তোলার লক্ষ্যে গুনী ব্যক্তিই বরাবরের মতই দূরদর্শী পাণ্ডিত্য, অভিজ্ঞতা, দক্ষতা,সুচিন্তিত মতামত প্রদান করে কুষ্টিয়াকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করি।