আল-মাহাদী, কুষ্টিয়া :: ব্যস্ততার জীবনে কর্মুক মানুষগুলোকে প্রাণবন্ত রাখতে জীবনে বিনোদন থাকাটা জরুরী। তা হতে পারে গান, নাচ কিংবা নাটক। কুষ্টিয়ার ভেড়ামারাবাসী নিঃসন্দেহে বিনোদন প্রিয়। তাদের বিনোদনের মাত্রাটা আর একটু বাড়াতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আসছে এক গ্রাম্য নাটক। দাদা ফিল্ম’স এর প্রযোজনায়, একটি গ্রাম্য কমিডি নাটক, “বিয়ে পাগল গেদু” (Biye Pagol Gedy) অভিনয়ে আছে ভেড়ামারার’ই কিছু চেনা মুখ। জায়িদ সাবিত প্রান্ত, ফারজানা মিমি, সুমাইয়া আমিন মুন, মোঃ নাজমুল হুসাইন, নাঈম কিবরিয়া সজল, মোঃ মোমিনুল ইসলাম, মুঞ্জুয়ারা ইসলাম, জিম, বাবু, রায়হান, নাহিন, সাব্বির আরও অনেকেই। দেখবেন আজ ২৪শে জুলাই ইং রোজ শুক্রবার সন্ধ্যা ৭টা। www.youtube.com/JaeidSabitPranto ✍️ এই চ্যানেল এ। রচনা ও পরিচালনায়: মোঃ হৃদয় হোসেন, প্রযোজক : মোঃ আরিফুল ইসলাম আরিফ এবং ক্যামেরাতে ছিলেন, মোঃ হাবিবুর রহমান। সকলকে দেখার আমন্ত্রণ রইলো। আশা করি সকলের ভাল লাগবে।